নতুন ও সামাজিক পণ্যের ট্যাক্স ও ভ্যাটে ছাড়ের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: নতুন ও সামাজিক পণ্যের ট্যাক্স ও ভ্যাটে ছাড় দেয়ার প্রস্তাব করেছে বিআইএ। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ প্রস্তব উপস্থাপন করা হয়।

প্রস্তাবনায় বলা হয়েছে, বিভিন্ন সামাজিক বীমা পণ্য এবং বিভিন্ন স্বাস্থ্য বীমা ম্যাক্রো অর্থনীতির উন্নয়নে আমাদের জীবনযাত্রার মানের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। যেসব দেশ অর্থনৈতিকভাবে যত উন্নত এবং জীবনযাত্রার মান যত উন্নত সেসব দেশে সামাজিক বীমার অবদান তত বেশি। তাই সংশ্লিষ্ট বিষয়গুলোকে বীমা শিল্পের আওতায় আনার জন্য যে বিশাল বিনিয়োগের প্রয়োজন তার জন্য বীমা কোম্পানিগুলোকে এবং গ্রাহকদেরকে কর অবকাশের অথবা ক্যাশ ইনসেনটিভের সুযোগ দিলে সংশ্লিষ্ট সকলেই উৎসাহিত হবে।