স্ট্যাম্প শুল্কের চালানে দিতে হবে গ্রাহকের তথ্য

নিজস্ব প্রতিবেদক: বীমা পলিসির স্ট্যাম্প শুল্ক পরিশোধ চালানে গ্রাহকের নাম, ঠিকানাসহ পলিসি নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ ছাড়াও ২০ হাজার টাকার উপরে বীমা স্ট্যাম্প প্রদেয় হলে তা অন্য বীমা পলিসির সাথে একত্রিত না করে পৃথক চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বীমা পলিসির স্ট্যাম্প শুল্কখাতে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করতে নন-লাইফ কোম্পানিগুলোর জন্য এমন নির্দেশনা জারি করেছে আইডিআরএ।

কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী স্বাক্ষরিত এ সার্কুলার (নন-লাইফ ৬৫/২০১৯) কোম্পানিগুলোকে পাঠানো হয় বৃহস্পতিবার।

সার্কুলারে বলা হয়, বীমা পলিসির উপর প্রদেয় স্ট্যাম্প শুল্ক পরিশোধ বিধিমালা- ২০০২ ও অন্যান্য বিধি বিধান যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক পরিশোধ বিধিমালার ৩(২) অনুযায়ী পরিশোধিত চালানে বর্ণিত তথ্যসমূহ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।