১৫ শতাংশের বেশি কমিশন দিলে লাইসেন্স বাতিল: বিআইএ প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমাখাতে এখন থেকে ১৫ শতাংশের বেশি কমিশন দেয়া যাবে না। কোন কোম্পানি এর ব্যত্যায় ঘটালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কোম্পানির লাইসেন্স বাতিলে নিয়ন্ত্রক সংস্থায় সুপারিশ করা হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান ও মুখ্য নির্বাহীরা এসময় উপস্থিত ছিলেন।