লাইফ বীমায় ১২ কোম্পানির বিনিয়োগ কমেছে ১৭২৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে দেশের ১২টি লাইফ বীমা কোম্পানির বিনিয়োগ কমেছে ১ হাজার ৭২৮ কোটি ৭৭ লাখ টাকা। যা ২০১৭ সালের মোট বিনিয়োগের ৫.৭৭ শতাংশ। বর্তমানে খাতটির মোট বিনিয়োগ ৩০ হাজার ৮৫৫ কোটি ১৮ লাখ টাকা। সম্প্রতি লাইফ বীমাকারীর ব্যবসার দক্ষতা মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আইডিআরএ।

বিনিয়োগ কমে যাওয়া কোম্পানিগুলো হলো- বায়রা লাইফ, বেস্ট লাইফ, ডেল্টা লাইফ, ফারইষ্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, এলআইসি, পদ্মা ইসলামী লাইফ, পপুলার লাইফ, প্রোগ্রেসিভ লাইফ, সন্ধানী লাইফ, সানফ্লাওয়ার লাইফ এবং সানলাইফ ইন্স্যুরেন্স।

তথ্য অনুসারে, ২০১৮ সালে সর্বোচ্চ বিনিয়োগ কমেছে পপুলার লাইফের, ৭৫০ কোটি ২ লাখ টাকা। ২০১৭ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ ছিল ২ হাজার ৮১ কোটি ১৩ লাখ টাকা। যা ২০১৮ সালে কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩১ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ এ সময়ে কোম্পনিটির ৩৬.০৪ শতাংশ বিনিয়োগ কমেছে।

পপুলার লাইফের পরের অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ২০১৮ সালে কোম্পানিটির ৩৫৬ কোটি ৪১ লাখ টাকা বা ৯.২২ শতাংশ বিনিয়োগ কমেছে। আলোচ্য বছরে ডেল্টা লাইফের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩ হাজার ৫০৮ কোটি ৬৩ লাখ টাকা। ২০১৭ সালে এই বিনিয়োগ ছিল ৩ হাজার ৮৬৫ কোটি ৪ লাখ টাকা।

বিনিয়োগ কমে যাওয়ার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ। ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ কমেছে ২৯৮ কোটি ৮৫ লাখ টাকা বা ১০.৪৮ শতাংশ। ২০১৭ সালে কোম্পানিটির বিনিয়োগ ছিল ২ হাজার ৭৫৬ কোটি ৯২ লাখ টাকা। ২০১৮ সালে যা ২ হাজার ৪৫৮ কোটি ৭ লাখ টাকা।

এদিকে অর্ধেকের বেশি বিনিয়োগ কমে গেছে সানলাইফের। ২০১৭ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ ছিল ২১৯ কোটি ৭২ লাখ টাকা। যা কমে গিয়ে ২০১৮ সালে দাঁড়িয়েছে ১০৪ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ কমেছে ১১৫ কোটি ১৭ লাখ টাকা, যা কোম্পানিটির মোট বিনিয়োগের ৫২.৪২ শতাংশ।

২০১৮ সালে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ কমেছে ১০১ কোটি ৬০ লাখ টাকা। যা কোম্পানিটির মোট বিনিয়োগের ৩৬.৪৩ শতাংশ। ২০১৭ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ ছিল ২৭৮ কোটি ৮৭ লাখ টাকা। যা ২০১৮ সালে এসে দাঁড়িয়েছে ১৭৭ কোটি ২৭ লাখ টাকা।

অন্যদিকে ২০১৮ সালে বায়রা লাইফের বিনিয়োগ কমেছে ৩৭ কোটি ২৮ লাখ টাকা বা ৫৯.০১ শতাংশ। ২০১৭ সালে কোম্পানিটির মোট বিনিয়োগ ছিল ৬৩ কোটি ১৬ লাখ টাকা। বর্তমানে এই বিনিয়োগের পরিমাণ ২৫ কোটি ৮৮ লাখ টাকা।

২০১৮ সালে বেস্ট লাইফের বিনিয়োগ কমেছে ৮ লাখ টাকা বা ০.৫৭ শতাংশ। বর্তমানে কোম্পানিটির মোট বিনিয়োগ ১৪ কোটি ৯১ লাখ টাকা। আর গোল্ডেন লাইফের বিনিয়োগ কমেছে ১৪ কোটি ২৩ লাখ টাকা বা ৮.৩১ শতাংশ। ২০১৮ সালে কোম্পানিটির বিনিয়োগ দাঁড়িয়েছে ১৫৭ কোটি ১৭ লাখ টাকা।

এলআইসি অব বাংলাদেশের বিনিয়োগ কমেছে ১ কোটি ২৪ লাখ টাকা বা ২.৪৩ শতাংশ। বর্তমানে কোম্পানিটির বিনিয়োগের পরিমাণ ৪৯ কোটি ৭৬ লাখ টাকা। ২০১৮ সালে ২১ কোটি ৩৭ লাখ টাকা বা ১৩.০৭ শতাংশ কমে পদ্মা ইসলামী লাইফের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪২ কোটি ১৯ লাখ টাকা।

২০১৮ সালে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ কমেছে ২৯ কোটি ৯২ লাখ টাকা বা ৩.৪২ শতাংশ। বর্তমানে কোম্পানিটির বিনিয়োগের পরিমাণ ৮৪৫ কোটি ৫৪ লাখ টাকা। এ ছাড়াও সানফ্লাওয়ার লাইফের বিনিয়োগ কমেছে ২ কোটি ৬০ লাখ টাকা বা ৩.২৫ শতাংশ। কোম্পানিটির বর্তমান বিনিয়োগ ৭৭ কোটি ৪৮ লাখ টাকা।