বীমা খাত নিয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন- “বীমার কি কি সুবিধা রয়েছে সে বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং বীমার টাকা তুলতে গিয়ে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় এ অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি সভাটি অনুষ্ঠিত হয়। একনেক’র ওই সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি) অনুমোদন দেয়া হয়।

২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত একনেক সভায় প্রধানমন্ত্রী প্রদত্ত এসব অনুশাসন বই আকারে প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার বইটি প্রকাশের সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, একনেক সভায় প্রধানমন্ত্রী প্রদত্ত অনুশাসন বাস্তবায়ন করা সকল মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের জন্য বাধ্যতামূলক।