বীমা কোম্পানির ওয়েবসাইটে প্রিমিয়াম ক্যালকুলেটর সংযোজনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রিমিয়াম ক্যালকুলেটর সংযোজনের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় অপশনসহ ওয়েবসাইটের হোমপেজে এটি সংযোজন করে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

গতকাল মঙ্গলবার এক চিঠিতে নিয়ন্ত্রক সংস্থা আরো জানিয়েছে, বীমা শিল্পকে জনপ্রিয় করার লক্ষ্যে আগ্রহী গ্রাহক কর্তৃক নির্দিষ্ট মেয়াদে উপযুক্ত পরিকল্প নির্বাচন এবং পরিকল্পের প্রিমিয়াম ও প্রিমিয়ামের কিস্তির হিসাব নির্ভুলভাবে নির্ণয় করার সুবিধার্ধে বীমা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রিমিয়াম ক্যালকুলেটর থাকা আবশ্যক।

লাইফ বীমার ক্ষেত্রে প্রিমিয়াম ক্যালকুলেটরে পরিকল্পসমূহের নাম, মেয়াদ, পেমেন্টের ধরণ, পলিসি গ্রাহকের বয়স এবং বীমা অংক ইত্যাদি নির্বাচনের অপশন উল্লেখ করে প্রিমিয়াম হিসাব নির্ণয় করার ব্যবস্থা থাকতে হবে। নন-লাইফের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।