জেবিসি’র সাবেক চেয়ারম্যান এম শামসুল আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক: জীবন বীমা করপোরেশন (জেবিসি)’র সাবেক চেয়ারম্যান এম শামসুল আলম আর নেই। বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৬টায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সংশ্লিষ্ট সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

তথ্য অনুসারে, এম শামসুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান ইন্স্যুরেন্স করপোরেশনে যোগদান করেন। তিনি ২০১৪ সালে জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান ছিলেন এম শামসুল আলম।

এ ছাড়াও তিনি ১৯৭৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সাধারণ বীমা করপোরেশনে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি জীবন বীমা করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন।  তিনি রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যানও তিনি।