করোনায় মারা গেলেন সন্ধানী লাইফের চেয়ারম্যান হাজী মকবুল

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হাজী মকবুল হোসেন। আজ রোববার রাত ৯টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ১৯৯৬-২০০১ মেয়াদে ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য হাজী মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। করোনা মহামারীর মধ্যে মকবুল হোসেন ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে নিয়মিত ত্রাণ বিতরণ করছিলেন।

সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। গত শুক্রবার (২২ মে) সিএমএইচে ভর্তি হন হাজী মকবুল। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

১৯৫০ সালে মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী হাজী মকবুল পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিরও চেয়ারম্যান। এ ছাড়াও এমএইচ শমরিতা হসপিটাল এন্ড মেডিকেল কলেজ, সিটি ইউনিভার্সিটি, মোনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, অ্যামিকো ল্যাবরেটরিজ, শমরিতা হসপিটালসহ বিভিন্ন প্রতিষ্ঠানও তার হাতে গড়া। 

আলহাজ মকবুল হোসেন ইউনিভার্সিটি কলেজের প্রতিষ্ঠাতা হাজী মকবুল হোসেনের ছেলে আহসানুল ইসলাম টিটু বর্তমানে টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্বেও রয়েছে আহসানুল ইসলাম টিটু।