করোনার টিকা নিলেন বিআইএ’র নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: কোভিশিল্ড নামে করোনাভাইরাস টিকা গ্রহণ করলেন বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র নেতৃবৃন্দ। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তারা এই টিকা নেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

টিকা গ্রহণকারীরা হলেন- সংগঠনটির প্রেসিডেন্ট ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেন, কমিটির সদস্য ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট, মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। 

উল্লেখ্য, বাংলাদেশের সহস্রাধিক হাসপাতালে গত ২৭ জানুয়ারি একযোগে শুরু হয়েছে গণ-টিকাদান কর্মসূচী। ওই দিন সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই টিকাটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কার করা এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি করা।