স্বাস্থ্য বীমার ওপর থেকে ১৫% ভ্যাট প্রত্যাহারে প্রস্তাব বিআইএ’র

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন। আজ বৃহস্পতিবার (৬ মে) ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ প্রস্তাব করা হয়।

বিআইএ বলছে, আমাদের দেশে প্রচলিত বীমা আইনে জীবন বীমা পলিসির প্রিমিয়ামের ওপর কোন ভ্যাট প্রদান করতে হয় না। কিন্তু কেউ এককভাবে স্বাস্থ্য বীমা করলে ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হয়। আবার

কোন বীমা গ্রহীতা জীবন বীমার সাথে স্বাস্থ্য বীমা যুক্ত করে পলিসি করলে স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হয়।

এতে করে প্রিমিয়ামের মাত্রা বেড়ে যায়, ফলশ্রুতিতে গ্রাহক স্বাস্থ্য বীমা করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সে কারণে স্বাস্থ্য বীমা প্রসারের জন্য স্বাস্থ্য বীমার উপর ভ্যাট রহিত করার জন্য প্রস্তাব করা হচ্ছে।