বঙ্গবন্ধু শিক্ষা বীমা নিয়ে কর্মশালা আয়োজন করেছে আইডিআরএ

 

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শিক্ষা বীমা নিয়ে ওয়ার্কশপ বা কর্মশালা আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তপক্ষ (আইডিআরএ) । আগামী বৃহস্পতিবার (২০ মে, ২০২১) বেলা সাড়ে ১১টায় অনলাইন প্লাটফর্মে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৭ মে, ২০২১) কর্তৃপক্ষের পরিচালক (উন্নয়ন) মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ, ইন্স্যুরেন্স এসোসিয়েশন, ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।

ওই নোটিশে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি (এপিএ)’র নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শিক্ষা বীমার বাস্তবায়ন এবং এর কার্যক্রম জোরদার করার জন্য এই কর্মশালা আয়োজন করা হয়েছে।

কর্মশালায় ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, একচ্যুয়ারি মূল বক্তব্য উপস্থাপন করবেন। সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে কর্মশালায় অংশগ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। অনলাইন প্লাটফর্মের (ভার্চুয়ালি) লিংক পরবর্তীতে সংশ্লিষ্টদের ই-মেইলে পাঠানো হবে।