আন্তর্জাতিক সেমিনারে বিআইপিডির মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল ইন্স্যুরেন্স একাডেমী এবং সুইচ রি’র যৌথ উদ্যোগে ‘চ্যালেঞ্জেস অব ক্লাইমেট রিস্ক অন ইন্স্যুরেন্স বিজনেস- রিস্ক মিটিগেশন অ্যান্ড অ্যাডাপশন স্ট্রেটেশিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার গেল ৭ ও ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনের এ সেমিনারে আফ্রো-এশিয়ান অঞ্চলে বীমা প্রদানকারী ও পুনর্বীমাকারীদের জন্য জলবায়ু সম্পর্কে বহুমাত্রিক আলোচনা হয়।

সেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি)'র মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী। এছাড়া বিভিন্ন দেশের বরেণ্য বীমা ও জলবায়ু বিশেষজ্ঞরা সেমিনারে ২৭টি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে আফ্রো-এশিয়া অঞ্চলের প্রায় ২০০ জন অংশ নেন।