বীমা শিক্ষা ও প্রশিক্ষণে বিআইপিডি’র ভূমিকা

নিজস্ব প্রতিবেদক: গুরুত্ব বাড়ছে বীমা শিক্ষার। সম্ভাবনাময় হয়ে উঠছে বীমাখাত। বিশ্বব্যাপী অর্থনীতির ক্ষেত্র যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বীমার প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তার ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাংলাদেশও। আর যুগের এই প্রয়োজনে বীমা শিক্ষা ও প্রশিক্ষণের জন্য গড়ে উঠেছে চারটি প্রতিষ্ঠান। সব প্রতিষ্ঠানই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর) থেকে অনুমোদিত ‍ও স্বীকৃত। এজেন্টদের লাইসেন্স পাওয়ার পূর্বশর্ত হিসেবে ৭২ ঘণ্টা প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক। এই চারটি প্রতিষ্ঠান ৭২ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করে থাকে।

বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভলপমেন্ট (বিআইপিডি) এজেন্ট প্রশিক্ষণের বাইরে কর্পোরেট সেক্টরে নানা ধরনের প্রশিক্ষণের কোর্স চালু করেছে। বীমা পেশাজীবীদের মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম ও সাফল্য নিয়েই সাজানো হয়েছে এই প্রতিবেদন।

আমাদের প্রথম পর্বটি ছিল একাডেমি অব লার্নিং নিয়ে। আজ থাকছে দ্বিতীয় পর্ব- বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভলপমেন্ট (বিআইপিডি)। এটি বীমা শিক্ষায় দেশের দ্বিতীয় বেসরকারি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠাকাল: ৭ অক্টোবর, ২০১৫ (আইডিআরএ কর্তৃক অনুমোদিত)।

পরিচালক বোর্ডের সদস্যগণ:

আব্দুল খালেক (চেয়ারম্যান), সেলিম মাহমুদ, কেএম মোবারক হোসেন, এহসান খসরু, কাজী মো. মোরতোজা আলী (এসিআইআই), কাজী ফরিদউদ্দিন আহমেদ (এফসিএ), তাসলিমা ইসলাম, রোবেয়া বেগম, শাহরিয়ার খালেদ, সারওয়াদ খালেদ সিমিন।

বিআইপিডি কর্তৃক আয়োজিত সেমিনারসমূহ:

  • প্রেজেন্ট মার্কেট সিনারিও অ্যান্ড চ্যালেঞ্জেস অব বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর
  • ইনকাম প্রোটেকশন প্ল্যান ফর বাংলাদেশ ইমিগ্রান্টস: সুইটেবল প্রডাক্ট আইডিয়া
  • প্রোটেক্টিং দ্য পুওর: এমার্জিং মাইক্রো ইন্স্যুরেন্স মার্কেট ইন সাইথ এশিয়া (বিআইয়ের সাথে যৌথ উদ্যোগে)
  • অ্যাপ্রোপ্রিয়েট তাকাফুল মডেলস অব ইসলামি লাইফ ইন্স্যুরেন্স
  • হাউ টু রেইজ স্টান্ডার্ন্ড অব বাংলাদেশ ইন্স্যুরেন্স মার্কেট

বিআইপিডি কর্তৃক আয়োজিত প্রফেশনাল কোর্সের বিবরণী:

  • সাসটেইনঅ্যাবল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট
  • অ্যাকচুয়ারিয়াল এসপেক্ট অব লাইফ অ্যাসুয়ারেন্স
  • ফান্ডাম্যান্টাল অব ক্যাপিটাল মার্কেট রিসোর্চ
  • ট্রেইন দ্য ট্রেইনারস
  • প্র্যাকটিক্যাল এসপেক্ট অব লাইফ ইন্স্যুরেন্স
  • টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড প্রোফিট অপটিমাইজেশনস
  • এজেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড সেলস ডেভলমেন্ট
  • প্রোফেশনাল ইংলিশ অ্যান্ড অরগানাইজেশনাল বিহ্যাভিয়ারস
  • প্রোফেশনাল কোর্স অন মাইক্রো ইন্স্যুরেন্স প্রাকটিসেস
  • লার্নিং প্রোগ্রাম অন ম্যানেজমেন্ট ডেভলমেন্ট
  • ইফেক্টিফ স্কিল ডেভলমেন্ট প্রোগ্রাম

সার্টিফিকেট কোর্সের বিবরণী:

  • তাকাফুল সার্টিফাইড কোর্স
  • সার্টিফিকেট কোর্স ফর নন-লাইফ ইন্স্যুরেন্স

ওয়ার্কশপ এর বিবরণী:

  • ওয়ার্কশপ অন সাইবার সিকিউরিটি মিজারস অ্যান্ড ম্যানাজেরিয়াল পারসপেকটিভ।
  • ডেরিভেটিস মার্কেটস অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট
  • ইন্স্যুরেন্স অ্যান্ড ‍রিস্ক ম্যানেজমেন্ট ফর নন-ইন্স্যুরেন্স প্রোফেশনাল
  • এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউটস
  • প্রুডেন্ট রি-ইন্স্যুরেন্স টেকনিকস অ্যান্ড অপশনস
  • লিডারশিপ ডেভলপমেন্ট
  • পারফরম্যান্স ডেভলপমেন্ট অব ইন্স্যুরেন্স সেক্টর

প্রশিক্ষণগ্রহণকারীর সংখ্যা:

প্রতিষ্ঠানটি থেকে লাইফ ইন্স্যুরেন্স, নন-লাইফ ও প্রফেশনাল কোর্সে ২২ হাজারেরও বেশি বীমা এজেন্ট ও কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বিআইপিডি কর্তৃক আয়োজিত বিদেশি কোর্স:

সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউট্যান্ট (সিআইপিএ)

কয়েকটি অপেক্ষমান প্রফেশনাল কোর্সের নাম:

  • ফ্যান্ডামেন্টাল অব রিস্ক ম্যানেজমেন্ট
  • অ্যাকাউন্টস
  • সার্টিফিকেট ইন ইন্টারন্যাশনাল অডিটিং
  • সার্টিফিকেট ইন ফাইনান্সিয়াল রিপোর্টিং
  • ডিজিটাল মার্কেটিং

বিআইপিডি থেকে প্রথম প্রকাশিত গ্রন্থ:

গ্লোসারী অফ ইনসিওরেন্স, লেখক: একেএম এহসানুল হক, এফসিআইআই

প্রকেশনার অপেক্ষায়:

  • সহজ ভাষায় জীবন বীমা, লেখক: কাজী মো. মোরতুজা আলী, এসিআইআই মহাপরিচালক, বিআইপিডি।
  • সহজ ভাষায় সাধারণ বীমা এবং পুনর্বীমা, লেখক: একেএম এহসানুল হক, এফসিআইআই।

প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মোরতুজা আলী বলেন, মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, ওয়ার্কশপ, গবেষণা ও প্রকাশনার মাধ্যমে নতুন প্রজন্মের পেশাজীবীদের আরও দক্ষ ও উপযুক্ত গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।

বীমা শিল্পের অপার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, বীমা শিল্পের যে বিনিয়োগ তা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড তথা ব্যবসা-বাণিজ্য, কল-কারখানায় কাজে লাগানো হয়। এর ফলে আগামী পাঁচ বছরের মধ্যে বীমা শিল্পে দুই কোটি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হতে পারে।

বিআইপিডি সম্পর্কে মোরতুজা আলী বলেন, আমরা এ যাবৎ দুই শতাধিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এখানে দেশি-বিদেশি অভিজ্ঞ পেশাজীবী এবং উর্ধ্বতন প্রশিক্ষকদের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়াও বীমাখাতে মধ্যম শ্রেণি ও উর্ধ্বতন কর্মকর্তার জন্য বেশকিছু স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও ওয়ার্কশপ করেছি।

এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে অনলাইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একসঙ্গে একাধিক ভেন্যুতে প্রশিক্ষণ পরিচালনার ব্যবস্থা রয়েছে।

একাডেমিক কাউন্সিলের সদস্য এবং গেস্ট ফ্যাকাল্টি একেএম এহসানুল হক (এফসিআইআই ) বিআইপিডি প্রসঙ্গে বলেন, আমি মনে করি প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে বিআইপিডি বাংলাদেশের শ্রেষ্ঠ ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যমত। এটি আর্থিক সেক্টরে এক গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখে চলেছে।