মুনাফাজনিত ক্ষতি বীমার আবশ্যকীয় উপাদানসমূহ

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: মুনাফাজনিত ক্ষতি বীমায় ব্যবহৃত আবশ্যকীয় উপাদানসমূহ, যেগুলোর ওপর ভিত্তি করে এ বীমা অবলিখন করা হয়:

১। ব্যবসা দ্বারা সৃষ্ট বা উৎপন্ন টাকা (Turnover):

ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে সৃষ্ট বা উৎপন্ন টাকা যার মেয়াদ সচরাচর এক বছর হয়ে থাকে।

২। খরচ বাদ না দিয়ে অর্জিত আয় বা রাজস্ব (Gross Revenue):

কার্য সম্পাদন এবং সেবা প্রদানের কারণে বীমা গ্রহীতাকে প্রদত্ত টাকা যেখানে পারিশ্রমিক, দালালি বা দস্তরিও অন্তর্ভুক্ত।

৩। স্থির বা নির্ধারিত খরচ বা ব্যয় (Standing Charges):

স্থির বা নির্ধারিত খরচ বা ব্যয় বলতে সাধারণত সেই সকল খরচ বা ব্যয়কে বুঝায় যা অপরিবর্তনশীল। দৃষ্টান্তসরূপ- ক) ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের কিস্তির টাকা পরিশোধ, খ) দোকান বা ফ্যাক্টরি ভাড়া, গ) ইজারাকৃত জমির ভাড়া, ঘ) কর্মচারীর বেতন বা ভাতা ইত্যাদি।

৪। পরিবর্তনশীল খরচ বা ব্যয় (Variable Charges):

পরিবর্তনশীল খরচ বলতে সেই সমস্ত খরচকে বুঝায় যা বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহারের তারতম্যের ওপর নির্ভরশীল। দৃষ্টান্তসরূপ- ক) বিদ্যুৎ বিল পরিশোধ, খ) গ্যাস বিল পরিশোধ, গ) পানির বিল পরিশোধ, ঘ) অতিথি আপ্যায়ন খরচ, ঙ) ভ্রমন খরচ ইত্যাদি।

৫। ক্ষতিপূরণের সময়সীমা (Indemnity Period):

ক্ষতিপূরণের সময়সীমা বলতে বুঝায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান কত দ্রুত বা অল্প সময়ে ক্ষতির পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম। এই সময়সীমা সাধারণত ১২/২৪/৩৬ মাস পর্যন্ত হতে পারে, যা ব্যবসার ধরণ বা প্রকৃতির ওপর নির্ভরশীল।

৬। খরচ বাদ না দিয়ে অর্জিত মুনাফা (Gross Profit):

বিষয়টি দু’টি উপাদানের সমন্বয়ে গঠিত। যেমন- প্রকৃত বা আসল মুনাফা+বিভিন্ন প্রকার খরচ বা ব্যয়।

৭। লোকসান বা ক্ষতি কমানো বা হ্রাসের নিমিত্তে অতিরিক্ত খরচ বা ব্যয় বহন (Increase-in-cost of working -ICOW):

এটা এমন এক ধরণের অতিরিক্ত খরচ বা ব্যয় যা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে লোকসান বা ক্ষতি নিবারণ বা হ্রসা করতে সাহায্য করে।