বীমা চুক্তির প্রয়োজনীয় উপাদানসমূহ (পর্ব-১)

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বীমা চুক্তি প্রয়োজনীয় দু’টি উপাদানের সমন্বয়ে গঠিত। সেগুলো হলো- সাধারণ চুক্তি (The Elements of General Contract) এবং বিশেষ চুক্তি (The Elements of Special Contract) । আজকের পর্বে থাকছে সাধারণ চুক্তি।

সাধারণ চুক্তির আবশ্যকীয় উপাদানসমূহ:

ক) সম্মতি (প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ)

খ) বৈধ বিবেচনা (Legal Consideration)

গ) চুক্তি সম্পাদন করার যোগ্যতা বা ক্ষমতা (Competence to Make Contract)

ঘ) স্বাধীন সম্মতি (Free Consent) এবং

ঙ) বৈধ উদ্দেশ্য (Legal Object)

সম্মতি (প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণ):

বীমা চুক্তিতে অংশগ্রহণ প্রস্তাব বীমাগ্রহীতা বা বীমাকারী যেকোন পক্ষের নিকট থেকে আসতে পারে। সাধারণত বীমাগ্রহীতার নিকট থেকে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাব যেকোন পক্ষ থেকেই আসুক না কেন অপরপক্ষ তা লিখিতভাবে গ্রহণ না করা পর্যন্ত তা বীমা চুক্তিতে রূপান্তরিত হয় না। বিশেষ করে বীমাকারী যদি তার প্রাথমিক প্রস্তাব পরিবর্তন করে তবে বীমাগ্রহীতা পরিবর্তিত প্রস্তাব প্রত্যাখ্যান করার স্বাধীনতা রাখে কিংবা পাল্টা প্রস্তাব দানের ক্ষমতা রাখে। দিনের শেষে প্রস্তাব বা পাল্টা প্রস্তাব যাই হোক না কেন উভয়পক্ষের কাছে সেটা গ্রহণযোগ্য হতে হবে। কেবল সেই ক্ষেত্রে বীমা চুক্তি সম্পাদিত হবে অন্যথায় নয়।

বৈধ বিবেচনা (Legal Consideration):

বীমা চুক্তি সম্পাদনের জন্য অবশ্যই বৈধ বিবেচনা থাকা প্রয়োজনীয়। বীমাকারী কেবলমাত্র বীমার আওতায় অন্তর্ভূক্ত দুর্ঘটনা সংঘটিত হলে ক্ষতিপূরণের প্রতিশ্রতি প্রদান করে থাকে। বিনিময়ে বীমাগ্রহীতা প্রিমিয়াম প্রদানে স্বীকৃতি দিয়ে থাকে। কেবলমাত্র প্রিমিয়াম গ্রহণের শর্তে বীমাকারী আইনত ক্ষতিপূরণ দিতে বাধ্য অন্যথায় নয়।

চুক্তি সম্পাদন করার যোগ্যতা বা ক্ষমতা (Competence to Make Contract):

বীমা চুক্তি সম্পাদনের জন্য কতিপয় জরুরি শর্ত পূরণ অত্যন্ত প্রয়োজনীয় যেমন-

১। প্রাপ্ত বয়স্ক ব্যক্তি (আইনের দৃষ্টিতে নূন্যতম ১৮ বছর বয়স্ক ব্যক্তি)

২। মানসিকভাবে সুস্থ ব্যক্তি

৩। আইনের বিধানে শাস্তিপ্রাপ্ত বা দণ্ডনীয় ব্যক্তি বীমা চুক্তি সম্পাদনের সামর্থ বা যোগ্যতা রাখে না।

স্বাধীন সম্মতি (Free Consent):

বীমা চুক্তি স্বাধীন মতামতের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বিভিন্ন কারণ যেমন-

১। বলপূর্বক বা ভয়-ভীতির াকরণে সিদ্ধান্ত গ্রহণ

২। জালিয়াতি বা প্রতারণা

৩। ভুল তথ্য পরিবেশন ইত্যাদির করণে বীমা চুক্তি অবৈধ বা বাতিল বলে গণ্য বা বিবেচিত হতে পারে।

বৈধ উদ্দেশ্য (Legal Object):

বীমা চুক্তি অবশ্যই বৈধ হতে হবে। বীমা চুক্তি অবশ্যই-

১। অনৈতিক

২। সমাজের স্বার্থের পরিপন্থী এবং

৩। আইনের চোখে নিষিদ্ধ হওয়া চলবেনা।

লেখক: জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস) ।