বিভিন্ন ধরনের পুনর্বীমা (পর্ব-১)

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: পুনর্বীমা চুক্তি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যেমন-

১। সমানুপাতিক পুনর্বীমা চুক্তি (Proportional Treaty) এবং

২। অসমানুপাতিক পুনর্বীমা চুক্তি (Non- Proportional Treaty)।

সমানুপাতিক পুনর্বীমা চুক্তি (Proportional Treaty):

এই চুক্তি অনুযায়ী সমগ্র ঝুঁকি নির্দিষ্ট হারে বা অনুপাতে প্রাথমিক বীমা কোম্পানি এবং পুনর্বীমা কোম্পানির মধ্যে বণ্টন করা হয়।

অসমানুপাতিক পুনর্বীমা চুক্তি (Non- Proportional Treaty):

এই চুক্তি অনুযায়ী প্রাথমিক বীমা কোম্পানি ঝুঁকির একটি নির্দিষ্ট পরিমাণ বা অংশ বহন করে। পুনর্বীমা কোম্পানি শুধুমাত্র প্রাথমিক বীমা কোম্পানির নির্দিষ্ট অংশের দাবি পূরণের পর বাকী অংশের দাবি (উচ্চতম একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত) পূরণ করে থাকে।

সমানুপাতিক পুনর্বীমা চুক্তির প্রকারভেদ:

সমানুপাতিক পুনর্বীমা চুক্তি দুই প্রকার হয়ে থাকে। যেমন-

ক) আনুপাতিক অংশের পুনর্বীমা (Quota Share Treaty) এবং

খ) অতিরিক্ত বা উদ্বৃত্ত অংশের পুনর্বীমা (Surplus Treaty)।

আনুপাতিক অংশের পুনর্বীমা (Quota Share Treaty):

এই প্রকার পুনর্বীমা সমানুপাতিক পুনর্বীমার অন্তভুক্ত। এই ব্যবস্থায় পুনর্বীমা কোম্পানি প্রাথমিক বীমা কোম্পানির নিকট থেকে ঝুঁকির একটি নির্দিষ্ট অনুপাতে অংশগ্রহণ করে থাকে। পুনর্বীমা কোম্পানি সমান অনুপাতে প্রিমিয়াম গ্রহণ এবং দাবির বেলায় ক্ষতিপূরণ প্রদান করে থাকে।

অতিরিক্ত বা উদ্বৃত্ত অংশের পুনর্বীমা (Surplus Treaty):

এই চুক্তি অনুযায়ী প্রাথমিক বীমা কোম্পানি ঝুঁকির একটি অংশ বহন করে এবং বাকী অংশ প্রত্যেক পুনর্বীমা কোম্পানি সাধারণত প্রাথমিক বীমা কোম্পানির সমপরিমাণ অংশ ( যা ‘লাইন’ নামে পরিচিত) গ্রহণ করে।