স্বাস্থ্য বীমার প্রয়োজনীয়তা

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: কথায় বলে “স্বাস্থ্যই সকল সুখের মূল” (Health is wealth) । আবার “রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ উত্তম” (Prevention is better than cure) । সুস্থতা মানুষের জন্য আশির্বাদসরূপ। কেবল ভুক্তভোগীরাই এর মর্মার্থ বুঝতে সক্ষম। স্বাস্থ্য একটি সংবেদনশীল বিষয়। সুস্বাস্থ্য সকলের কাম্য। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এই বীমা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

স্বাস্থ্য বীমা গ্রাহককে নিম্নলিখিত সুবিদাসমূহ প্রদান করে থাকে:

১. চিকিৎসকের পরামর্শ ফি (Consultation fee)

২. রোগ নির্ণয় খরচ (Diagnostic test expense)

৩. ঔষুধের খরচ (Medicine cost)

৪. হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসা খরচ (In patient treatment)

৫. হাসপাতালে বর্হিবিভাগে চিকিৎসা খরচ (Outpatient treatment)

৬. নার্সিং হোমে চিকিৎসা খরচ (Treatment at nursing home)

৭. এম্বুলেন্স খরচ (Ambulance expense)

 

স্বাস্থ্য বীমা যেসব ঝুঁকি বহন করে না:

১. এইডস (AIDS)

২. আত্মহত্যা (Suicide)

৩. মদ্যপান এবং মাদক দ্রব্য সেবনের ফলে স্বাস্থ্যজনিত সমস্যা (Health problem due to drinking alcohol and substance abuse)

৪. অস্ত্রপচারের মাধ্যমে দেহের বাড়তি মেদ বা চর্বি অপসারণ (Liposuction)

৫. জন্মগত রোগ বা ব্যধি (Congenital disease)

৬. বীমা পলিসি চালুর পূর্বে বিদ্যমান শারীরিক অসুস্থতা (Pre-existent ailment)

৭. সৌন্দর্য বর্ধন চিকিৎসা (Cosmetic surgery)

৮. দুর্ঘটনা জনিত কারণে (কর্ম সংক্রান্ত) শারীরিক অনিষ্টতা বা ক্ষতি (Work related accidents)

৯. যেকোন ধরনের অঙ্গ সরানো (হৃৎপিণ্ড, যকৃত এবং মুত্রাশয় ব্যতিরকে) (Removal and transplantation of organs other that heart, kidney etc.)

১০. ব্যধির প্রতিরোধক চিকিৎসা (Preventive treatment)