1009

07/06/2025

৭৫ লাখ টাকার গ্রুপ বীমার দাবি পরিশোধ করলো প্রগতি লাইফ

প্রকাশ: ২৮ মার্চ ২০১৮

ডেস্ক রিপোর্ট: আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা (এসইভিপি) একেএম মোজহারুল হকের মৃত্যুতে গ্রুপ বীমার দাবি বাবদ ৭৫ লাখ টাকা পরিশোধ করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান খলিলুর রহমান সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ্ আলম সারওয়ারের নিকট মৃত্যুদাবির চেক হস্তান্তর করেন।

উক্ত অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জালালুল আজিম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আলম ভূঁইয়া এবং আইএফআইসি ব্যাংকের এসইভিপি ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা খান আবু রওশন মোহাম্মদ মোস্তফা কামাল এবং ইভিপি ও সিএফও দীলিপ কুমার মন্ডল উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)