1192

07/06/2025

কাস্টমার সার্ভিস হেল্পলাইন চালু করলো ডেল্টা লাইফ

প্রকাশ: ৩ জুলাই ২০১৮

ডেস্ক রিপোর্ট: গ্রাহকসেবা নিশ্চিতের জন্য ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই প্রথমবারের মতো সার্বক্ষণিক হেল্পলাইন চালু করলো। গতকাল সোমবার এটি চালু করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

এর মাধ্যমে গ্রাহকদের পলিসির অবস্থা, বোনাসের পূর্ণ তথ্য, সেবার স্থান নির্বাচন এবং দাবির আবেদন উত্থাপনসহ যাবতীয় তথ্য পাওয়ার যাবে। সার্বক্ষণিক তথ্যের জন ০১৮৮৫ ০৬০০০০ নম্বরে ডায়াল করতে হবে।

গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে ডেল্টা লাইফ প্রতিজ্ঞাবদ্ধ। বীমার সুবিধা ও প্রয়োজনীয়তা উপলব্ধির জন্য যে কেউ ০১৮৮৫ ০৬০০০০ নম্বরে ফোন করতে পারবেন। ডেল্টা লাইফের প্রশিক্ষিত কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভের কাছে গ্রাহকের প্রতিটি ফোন কল মূল্যবান।