2019

07/06/2025

বীমা শিল্পের উন্নয়নে প্রফেশনাল ডিগ্রিধারীদের ভূমিকা

প্রকাশ: ২০ জুন ২০১৯

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বাংলাদেশে বীমা শিল্পে চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (সিআইআই) লন্ডন  থেকে ২৫-৩০ জন প্রফেশনাল ডিগ্রিধারী যেমন- এসিআইআই, এফসিআইআই ইত্যাদি, বিভিন্ন বীমা কোম্পানিতে কর্মরত আছেন।

এ ছাড়াও ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব ইন্ডিয়া (আইআইআই), ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অব মালয়েশিয়া (আইআইএম) থেকে ডিপ্লোমা ডিগ্রিধারীরাও রয়েছেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ) থেকে ৬ হাজারের অধিক ডিপ্লোমা ডিগ্রিধারী যেমন- এবিআইএ, যাদের অধিকাংশই সাধারণ বীমা করপোরেশন এবং জীবন বীমা করপোরেশনে চাকরিতে নিয়োজিত।

আজকাল সর্বত্র বীমা শিল্পের উন্নয়নের কথা শোনা যায়। দুঃখজনক হলেও এ কথা সত্য যে, সরকার, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা শিল্পের সাথে সরাসরি সম্পৃক্ত প্রফেশনাল ডিগ্রিধারীদের বীমা শিল্পের উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেনি।

বীমা শিল্পের উন্নয়নের ব্যাপারে প্রফেশনাল ডিগ্রিধারীরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বীমা কর্তৃপক্ষ তাদের উপেক্ষা বা অগ্রাহ্য করার কোন যৌক্তিকতা থাকতে পারে না।

এ কথা অবশ্যই মনে রাখতে হবে যে, প্রফেশনাল ডিগ্রিধারীরা বীমা শিল্পের ভবিষ্যৎ। তাদেরকে বীমা শিল্পের উন্নয়ন প্রক্রিয়ার বাইরে রেখে বীমা শিল্পের উন্নয়ন সম্ভব নয়।

বীমা শিল্পের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অবশ্যই অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। বীমা কর্তৃপক্ষের উচিত বীমা শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে সময়ে সময়ে তাদের সঙ্গে আলোচনায় বসা, তাদের মতামত ও সুপারিশ গ্রহণ করা।

আশা করি, বীমা কর্তৃপক্ষ ব্যাপারটি গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে প্রফেশনাল ডিগ্রিধারীদের এ শিল্পের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণে সর্বাত্মক উৎসাহ প্রদান করবে।