2144

07/04/2025

জেনিথ ইসলামী লাইফের রামগতি শাখায় উন্নয়ন সভা

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০১৯

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের রামগতি শাখা অফিসে উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। গতকাল শনিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিথ ইসলামী লাইফ এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ডিএমডি হাছান খান রিপন ও ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মোহাম্মদ নিজাম উদ্দিন। রামগতি অফিসের হিসাব কর্মকর্তা আবদুল মাজেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইভিপি ও রামগতি অফিস ইনচার্জ আবদুর রহমান জুয়েল। কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।