07/04/2025
ডেস্ক রিপোর্ট: আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
সভায় কোম্পানির চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন, পরিচালক মোহাম্মদ সাঈদ, আব্দুল্লাহ হিল রাকিব, ইন্তেখাবুল হামিদ এবং মিসেস ফেরদৌসী সুলতানা খন্দকারের মনোনিতক শামসুদ্দোহা খন্দকারসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন হেড অব এইচআর এন্ড কোম্পানি সেক্রেটারি এম সালাহ উদ্দিন। এ ছাড়াও কোম্পানির দাপ্তরিক এবং ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধানগণসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।