2287

07/01/2025

আইডিআরএ'র ১২৫তম সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১২৫তম সভা রোববার বিকেল ৩টায় কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাড়ে ১১টায় কর্তৃপক্ষের ২৭তম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সভায় আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ, পরিচালক (উপ-সচিব) মো. শাহ আলম, পরিচালক (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পরিচালক (যুগ্মসচিব) ড. মহাঃ বশিরুল আলম, পরিচালক (যুগ্ম-সচিব) ফারুক আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।