2402

07/13/2025

বীমা বিষয়ে আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও ক্লিপ চেয়েছে আইডিআরএ

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২০

নিজস্ব প্রতিবেদক: খুলনায় অনুষ্ঠেয় বীমা মেলার মঞ্চে প্রদর্শনের জন্য দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের কাছে বীমা সম্পর্কিত আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও ক্লিপ চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । গতকাল বুধবার বীমা কোম্পানিগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ২৪ ও ২৫ জানুয়ারি খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে ২০১৯ সালের বিভাগীয় এ বীমা মেলা। ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় দু’দিনব্যাপী এ বীমা মেলার উদ্বোধন করবেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে প্রথম বারের মতো বীমা মেলা আয়োজন করা হয় রাজধানী ঢাকায়। এরপর ২০১৭ সালে সিলেটে অনুষ্ঠিত হয় বিভাগী পর্যায়ের বীমা মেলা। সবশেষ ২০১৮ সালের বিভাগীয় বীমা মেলা অনুষ্ঠিত হয় বন্দর নগরী চট্টগ্রামে, ২০১৯ সালের মার্চে।