2403

07/04/2025

রোববার থেকে বীমা মেলার ব্যানার প্রদর্শনের নির্দেশ

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২০

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪-২৫ জানুয়ারি খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ সালের বীমা মেলা।  বীমা মেলা উপলক্ষ্যে আগামী রোববার থেকে খুলনা বিভাগের সকল বীমা কোম্পানিকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক এবং জনবহুল স্থানে বীমা মেলার ব্যানার, ফেস্টুন প্রদর্শনের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আজ বৃহস্পতিবার বীমা কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে আইডিআরএ জানিয়েছে, নির্ধারিত ডিজাইন মোতাবেক ব্যানার প্রস্তুত করে তা মেলা প্রাঙ্গন ব্যতীত বীমা কোম্পানিগুলোর শাখা কার্যালয়, জোনাল অফিস, করপোরেট অফিস, সার্ভিস সেলসহ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক এবং খুলনা শহরের জনবহুল স্থানে প্রদর্শন করতে হবে।

২৪ জানুয়ারি বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন খুলনা -৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।