2753

07/08/2025

পাবনায় পপুলার লাইফের নিজস্ব ভবন উদ্বোধন

প্রকাশ: ১৯ জুলাই ২০২০

ডেস্ক রিপোর্ট: পাবনায় সম্প্রতি নিজস্ব ভবনের উদ্বোধন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানির ডিএমডি মো. নওশের আলী নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিবার্হী পরিচালক মো. আবুল কালাম আজাদ, উর্ধ্বতন মহা-ব্যবস্থাপক মো. মোকলেছুর রহমান, প্রকল্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাগণ।