2787

04/18/2024

প্রেষণা, শুদ্ধাচার ও আমাদের জীবন বিষয়ে বিআইপিডি’র কর্মশালা

প্রকাশ: ১৩ আগষ্ট ২০২০

ডেস্ক রিপোর্ট: প্রেষণা, শুদ্ধাচার ও আমাদের জীবন বিষয়ে কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) । আগামী বুধবার (১৯ আগস্ট, ২০২০) অনলাইন মাধ্যমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক কাজী মোহাম্মদ মোরতুজা আলী প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করবেন।

কোর্সটি বিশেষভাবে সকল সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন ও মধ্য শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য অত্যন্ত উপযোগী। শিল্প প্রতিষ্ঠান, সেবাখাত, ব্যাংক, বীমাসহ এনজিও’দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কর্মশালা। ভ্যাট ও ট্যাক্স ব্যতীত কোর্স টির ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩০০/- (তিন শত টাকা) ।

কর্মশালায় অংশ নেয়ার জন্য যোগাযোগের ঠিকানা- প্রধান কার্যালয়, দিলকুশা সেন্টার (লেভেল-৯), স্যুট নং# ৯০৪, ২৮ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০। ই-মেইল- info@bipdedu.org, dg@bipdedu.org, mortuzaalimd@yahoo.com ওয়েবসাইট- www.bipdedu.org । (সংবাদ বিজ্ঞপ্তি)