2862

12/23/2025

জেনিথ ইসলামী লাইফের সাভার অফিসের উন্নয়ন কর্মীদের প্রশিক্ষণ

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাভার এজেন্সি অফিসের উন্নয়ন কর্মীদের নিয়ে উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গাজীপুর জেলার সাবাহ গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমডি (উন্নয়ন) হাসান খান রিপন, কোম্পানি সচিব আবদুর রহমান, ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন, এজিএম (অবলিখন ও দাবি), এসইভিপি (উন্নয়ন) মুকুল গাজী, ইভিপি (উন্নয়ন) মুকুল সরকার।

কোম্পানির প্রকল্প পরিচালক নুরুন্নবী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে এফএ হতে তদুর্ধ্ব পদবীর প্রায় তিনশ’ উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে সততা স্বচ্ছতা বজায় রেখে কাজ করার নির্দেশ প্রদান করেন। (সংবাদ বিজ্ঞপ্তি)