11/16/2025

ডেস্ক রিপোর্ট: খুলনা বিভাগের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে অর্ধ বার্ষিক সম্মেলন করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। যশোর সদর উপজেলার আরবপুরে বাঁচতে শেখা অডিটোরিয়ামে আজ সোমবার এ সম্মেলন আয়োজন করা হয়।

কোম্পানির নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান।
-2020-10-12-16-40-55.jpg)
প্রকল্প পরিচালক মো. সাইফুল্লাহ পরিচালনায় এতে বক্তব্য রাখেন- প্রকল্প পরিচালক মো. আব্দুর রউফ, ডা. চাঁদ সুলতানা, দেবেন্দ্রনাথ সরকার ও ইব্রাহিম হোসেন টুলু। এ ছাড়াও বিএম তৌহিদুল ইসলাম, এসইভিপি জিয়াউল ইসলাম বক্তব্য রাখেন।
-2020-10-12-16-41-01.jpg)
খুলনা বিভাগের সকল উন্নয়ন কর্মকর্তা এই অর্ধ বার্ষিক সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।