2907

09/17/2025

জেনিথ লাইফের মাগুরা সার্ভিস পয়েন্টে অনলাইন সেবা চালু

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০

ডেস্ক রিপোর্ট: মাগুরা সার্ভিস পয়েন্টে অনলাইন সেবা চালু করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান আজ মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাটির উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

প্রকল্প পরিচালক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি জাহাঙ্গীর আলম, ইভিপি মো. আনিসুর রহমান, ভিপি মো. আবু হাসান হাবীব সিদ্দিকী। অনুষ্ঠান আয়োজনে ছিলেন ভিপি মো. ইয়ামিন হোসেন হিরো ও বিএম মো. মিজানুর রহমান।

অনলাইন সেবার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মাগুরা সার্ভিস পয়েন্টের বীমা কর্মী ও কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও অনুষ্ঠানে ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে বিভিন্ন ধরণের পুরস্কার বিতরণ করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।