2973

07/15/2025

জয়পুরহাটের তিলকপুরে পপুলার লাইফের মেয়াদোত্তীর্ণ বীমার চেক হস্তান্তর

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পপুলার ডিপিএস প্রকল্পের ২০ জন বীমা গ্রাহকের ১২ লাখ ১৬ হাজার ৭৮৯ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিলকপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে বীমা গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিনুর রেজা মিঠু।

পপুলার ডিপিএস প্রকল্পের জয়পুরহাট সার্ভিস সেল ইনর্চাজ এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম সুইট, তিলকপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল  করিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পপুলার ডিপিএস প্রকল্পের জয়পুরহাট ডিস্ট্রিক কো-অর্ডিনেটর রাজু সরদার, বটতলী ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মহিউদ্দিন, আক্কেলপুর ডিস্ট্রিক কো-অর্ডিনেটর জাকির হোসেন, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আবু বক্কর সিদ্দিক প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)