3020

03/29/2024

বিআইএ’র বার্ষিক সাধারণ সভা সোমবার

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক: বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ৩৩তম বার্ষিক সাধারণ সভা আগামী সোমাবার (২১ ডিসেম্বর, ২০২০) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এই সভা আয়োজন করা হবে। এ সংক্রান্ত একটি চিঠি গত ২ ডিসেম্বর বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে বিআইএ।

এবারের সাধারণ সভার আলোচ্যসূচিতে রয়েছে- বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা ও অনুমোদন; ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণীর পর্যালোচনা ও অনুমোদন; ২০২০ সালের হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ এবং বিবিধ বিষয়ের আলোচনা।

সাধারণ সভায় যুক্ত হওয়ার জন্য প্রতিটি সদস্য বীমা কোম্পানির কাছ থেকে তিনজন প্রতিনিধির নাম, মোবাইল নম্বর ও ই-মেইল আইডি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনে পাঠাতে বলা হয়েছে। এক্ষেত্রে কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা প্রতিনিধি হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।