3095

07/07/2025

ডাটা এন্ট্রি পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ব্যবহারিক মঙ্গলবার

প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৬ জানুয়ারি, ২০২১) সকাল ৯টা থেকে পর্যায়ক্রমে বেলা ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাজধানীর টিকাটুলির ১৩/২ অভয় দাস লেনে অবস্থিত সেন্ট্রাল উইমেন্স কলেজে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে প্রদর্শন করতে হবে।  লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬০ প্রার্থী এই ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

এর আগে ২৬ ডিসেম্বর, ২০২০ তারিখে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।  গতকাল সোমবার (১৮ জানুয়ারি, ২০২১) এর ফলাফল প্রকাশ করা হয়।  এর আগে ২৯ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে ২০ জনকে নিয়োগ দেবে আইডিআরএ।

ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে লিখিত পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন