3240

04/19/2024

চট্টগ্রামে জেনিথ ইসলামী লাইফের বিভাগীয় সম্মেলন ও প্রশিক্ষণ

প্রকাশ: ২৭ মার্চ ২০২১

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভাগীয় সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার চট্টগ্রামের জিইসি মোড়ের একটি রেস্টুরেন্সে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

কোম্পানির ডিএমডি মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, জেনিথ ইসলামী লাইফের ডিজিএম (উন্নয়ন প্রশাসন) মো. নিজাম উদ্দিন ও গ্রিন লাইফ রিয়েল এস্টেট'র এমডি মো. রিয়াজুল করিম। প্রশিক্ষণ প্রদান করেন বিআইডিএস’র প্রেসিডেন্ট মোহাম্মদ মাহমুদুল ইসলাম।

এ ছাড়াও বক্তব্য রাখেন পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারের এমডি শহীদুল্লাহ আনছারী, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির জেনারেল ম্যানেজার পুলক, চট্টগ্রামের জুলধা ইউনিয়ন পরিষদ নুরুলহক চৌধুরী সদস্য। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা নুর হোছাইন, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী মো. জুনাইদ শিবলী।

প্রধান অতিথি এস এম নুরুজ্জামান বলেন, বীমা একটি মহান পেশা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা কোম্পানিতে চাকরি করেছেন। ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাকরি শুরু করছেন। বিধায় ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সকলকে বীমার আওতায় আসা উচিত।

তিনি বলেন, বীমা কোম্পানি সঞ্চয় করলেই দেশ এগিয়ে যাবে। যে দেশে যত বেশি বীমায় সঞ্চয় বাড়বে সে দেশ তত বেশি এগিয়ে যাবে। তাই আপনারা যারা এখানে আছেন সবাই চেষ্টা করবেন সবাইকে বীমার আওতায় নিয়ে আসতে। তাহলে বাংলাদেশে আরও বেশি উন্নয়ন হবে ইনশাআল্লাহ।