3284

07/16/2025

বীমা কোম্পানিগুলোর ত্রৈমাসিক তথ্য চেয়েছে আইডিআরএ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদক: বীমা ব্যবসার দক্ষতা মূল্যায়ন এবং বিশ্ব ব্যাংক প্রকল্পের চাহিদা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য চেয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । 

আগামী ১৭ এপ্রিলের মধ্যে দেশের সকল সরকারি-বেসরকারি বীমা কোম্পানিকে এ তথ্য পাঠাতে হবে।গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়েছে, সংযুক্ত ছকের ৩৬ নং আইটেম (লাইফ বীমাকারীর জন্য) এবং ৮ নং আইটেমের (নন-লাইফ বীমাকারীর জন্য) তথ্য সফট কপি ও পিডিএফ আকারে নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

কর্তৃপক্ষের পরিচালক (গবেষণা) মো. শাহ আলম স্বাক্ষরিত ওই চিঠিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রেরণ না করা হলে বীমা আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।