3295

04/19/2024

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩ যুগ পূর্তিতে অর্থমন্ত্রীর বাণী

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১

নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিন যুগ পূর্তিতে বাণী দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি। আজ শুক্রবার (২৩ এপ্রিল, ২০২১) বীমা কোম্পানিটির ক্রোড়পত্রে তার এই বাণী প্রকাশ করা হয়।

মন্ত্রী তার বাণীতে বলেন, দেশের প্রথম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তিন যুগ পূর্তি উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে জেনে আমি আনন্দিত।

ন্যাশনাল লাইফ ১৯৮৫ সালের ২৩ এপ্রিল যাত্রা শুরুর পর গ্রাহক সেবা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। এর ফলে বিপুলসংখ্যক জনগোষ্ঠী বীমার আওতায় এসেছে।

আমার বিশ্বাস ন্যাশনাল লাইফ ঘরে ঘরে বীমা সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমি আশাকরি কোম্পানিটি ভবিষ্যতে নতুন নতুন বীমা প্রকল্প সৃষ্টি করে জীবন বীমা খাতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিকতর ভূমিকা পালন করবে।

আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি