3395

01/02/2026

এনআরবি ইসলামিক লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগপত্র হস্তান্তর

প্রকাশ: ৭ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক: নতুন বীমা কোম্পানি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. শাহ জামাল হাওলাদার এসব নিয়োগপত্র হস্তান্তর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবি ইসলামিক লাইফ এ তথ্য জানিয়েছে।

নিয়োগপত্র গ্রহণকারীরা হলেন- শরীফ মো. শহিদুল ইসলাম (এসইভিপি, সেলস এন্ড মার্কেটিং), এইচএম মিলন রহমান, (এসইভিপি, সেলস এন্ড মার্কেটিং), সৈয়দ আব্দুল আজিজ, (কোম্পানি সেক্রেটারি এবং হেড অব এইচআর এন্ড লিগ্যাল), মো. নজরুল ইসলাম, (এসইভিপি এন্ড বিভাগীয় প্রধান- অবলিখন, পুনর্বীমা, পলিসি সার্ভিস ও দাবি), কাজী এস এম আবু হানিফ, (এসইভিপি এন্ড বিভাগীয় প্রধান- আইটি), আব্দুস সালাম খন্দকার (ইভিপি এন্ড প্রধান অর্থ কর্মকর্তা) ।