3400

07/06/2025

প্রগতি লাইফ ও হ্যালোডক২৪ এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি

প্রকাশ: ৯ জুন ২০২১

ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি হ্যালোডক২৪ এর সাথে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম জে আজিম ও হ্যালোডক২৪ এর সিইও ইফতেখার রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে প্রগতি লাইফ হ্যালোডক২৪ এর গ্রাহকদের গ্রুপ বীমা সেবা প্রদান করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মহা ব্যবস্থাপক (এডিসি), সাজাদুল হক এবং হ্যালোডক২৪ এর প্রোজেক্ট ম্যানেজার রুবানা রিয়াজ উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)