3490

04/20/2024

অগ্নি বীমায় আনুমানিক সর্বাধিক ক্ষতি এবং সম্ভাব্য সর্বাধিক ক্ষতির হিসাব প্রসঙ্গে

প্রকাশ: ২৪ জুলাই ২০২১

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: অ্যাসোসিয়েশন অব বৃটিশ ইন্স্যুরার্স (ABI) এর সুপারিশ অনুযায়ী আনুমানিক সর্বাধিক ক্ষতি (EML) এবং সম্ভাব্য সর্বাধিক ক্ষতির (PML) হিসাব বা গণনা পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো।

আনুমানিক সর্বাধিক ক্ষতির (Estimated Maximum Loss) হিসাব বা গণনা:

আনুমানিক সর্বাধিক ক্ষতির হিসাবের ক্ষেত্রে আকস্মিক মহfদুর্যোগজনিত ক্ষতি (loss arising from natural calamity or Act of God) বিবেচনা করা হয় না। শুধুমাত্র একক দুর্ঘটনা থেকে সৃষ্ট ক্ষতির হিসাব বিবেচনা করা হয়।

তবে এই পদ্ধতিতে বিভিন্ন উপাদানসমূহ যা ক্ষতির পরিমাণ (Extent of loss) বৃদ্ধি বা হ্রাস করতে সাহায্য করে তা বিবেচনা করা হয়ে থাকে। যেমন-

ক) দমকল বাহিনীর আগুন নিভানোর জন্য সময়মতো অগ্নিস্থলে পৌঁছানো।

খ) আগুন নিভানোর জন্য পর্যাপ্ত এবং নির্ভরযোগ্য পরিমাণ পানির প্রাপ্যতা।

গ) আগুন শনাক্তকরণের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা বা সুবিধা।

নিম্নলিখিত উপাদানসমূহ এই হিসাবের বহির্ভূত বলে বিবেচনা করা হয়:

ক) অগ্নি প্রতিরোধ দেয়াল (Fire Wall) বা অগ্নি প্রতিরোধ  দরজা (Fire Door) উপস্থিতি

খ) একের অধিক আগুনের উৎস বা আসন (More than on seat of Fire) ।

গ) আগুন নিভানোর জন্য স্বয়ংক্রিয় স্প্রিংকলার ব্যবস্থা (Automating Sprinkler System)

সম্ভাব্য সর্বাধিক ক্ষতির হিসাব বা গণনা (Probable Maximum Loss):

এটি সম্ভাব্য সর্বাধিক ক্ষতির হিসাব বা গণনার একটি রক্ষনশীল পদ্ধতি। এই পদ্ধতিতে আগুন নির্ণয়ের (Fire detection) সুবিধাসমূহ যেমন-

ক) ফায়ার এলার্ম সিস্টেম (Fire Alarm System);

খ) স্মোক ডিটেক্টর (Smoke Detector) ইত্যাদি অগ্রাহ্য করা হয় বা বিবেচনায় নেয়া হয় না।

একইভাবে আগুন প্রতিরোধ (Fire Protection) এর সুবিধাসমূহ: 

ক) স্বয়ংক্রিয় স্প্রিঙ্কলার সিস্টেম (Automatic Sprinkler System);

খ) ফায়ার হোজ রিল বা ফায়ার হাইড্রেন্ট (Fire Hose Reel, or Fire Hydrant);

গ) অগ্নি নির্বাপক সিলিন্ডার (Fire Extinguishing Cylinder)

ঘ) ফায়ার ব্লাঙ্কেট (Fire Blanket) ইত্যাদি অগ্রাহ্য করা হয় বা বিবেচনায় নেয়া হয় না।

আশাকরি উপরে বর্ণিত ‘EML’ এবং ‘PML’ হিসাব বা গণনা পদ্ধতি ‘অগ্নি বীমা অবলিখক’ এবং ‘প্রি-ইনস্পেকশন’ এর সাথে সংশ্লিষ্ট সার্ভেয়ারগণের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে।