3510

04/19/2024

বীমা খাতে দুর্নীতির বিরুদ্ধে বীমা কর্তৃপক্ষের ভূমিকা প্রসঙ্গে

প্রকাশ: ৩১ জুলাই ২০২১

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: দেশের বিভিন্ন খাতে দুর্নীতির খবর নতুন কোন ব্যাপার নয়। বীমা খাত এর ব্যতিক্রম নয়। বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় বীমা খাতে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণসহ বেশকিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

দৃষ্টান্তস্বরূপ-

> প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ভূতপূর্ব মুখ্য নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ;

> সম্প্রতি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও সত্যতা প্রমাণ;

> সরকারি বীমা প্রতিষ্ঠানে নিয়োগকৃত মুখ্য নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ ইত্যাদি।

এখন প্রশ্ন হচ্ছে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট প্রমাণ সত্ত্বেও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কোন অজানা বা অজ্ঞাত কারনে এ সকল দুর্নীতিপরায়ন ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে অক্ষম বা অসমর্থ! এটা জানা দরকার।

নিয়ন্ত্রক সংস্থার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন এবং নীতি বিবর্জিত আচরণ জনমনে প্রচণ্ড ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি করেছে।

শক্ত হাতে দুর্নীতি দমনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ব্যর্থতা বীমা খাতে দুর্নীতিকে লালন পালন এবং উৎসাহিত করার শামিল।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য এ ব্যাপারে তাদের ব্যর্থতার কারণ জনসমক্ষে প্রকাশ করা এবং তাদের অবস্থান পরিষ্কার করা।