3601

04/19/2024

করোনা মোকাবেলায় বীমা শিল্পে কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ মোকাবেলায় বীমা শিল্পে কৌশলগত ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অনলাইন প্লাটফর্মে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি এ তথ্য জানিয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বীমা) আবদুল্লাহ হারুন পাশা এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান।

সেমিনারে মডারেটর হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাৰ উদ্দিন একচ্যুয়ারি। সেমিনারে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক (অ.দা.) এসএম ইব্রাহিম হোসাইন, এসিআইআই।

উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা আজিজুল ইসলাম, এফআইআইআই; গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী; এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম তপন, জীবন বীমা করপোরেশনের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী আবু আবেদ মুহাম্মদ শোয়াইব।

অনলাইন মাধ্যমে আয়োজিত এই সেমিনারে কোভিড-১৯ মোকাবেলায় বীমা শিল্পে কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উক্ত সেমিনারে বিভিন্ন বীমা কোম্পানি থেকে প্রায় ১ হাজার ৯শ’র বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।