3628

04/18/2024

পরিসংখ্যান প্রবিধানমালা করছে আইডিআরএ, তথ্য গড়মিল হলেই শাস্তি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক: ত্রৈমাসিক ভিত্তিতে দেশের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির বিভিন্ন তথ্য নিয়ন্ত্রক সংস্থাকে প্রদান এবং কোম্পানিগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক করতে যাচ্ছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

এ লক্ষ্যে পরিসংখ্যান প্রবিধানমালা ২০২১ নামে একটি খসড়া প্রবিধানমালা প্রস্তুত করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। প্রদত্ত তথ্যে গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে শাস্তির বিধান রাখা হয়েছে এই খসড়া প্রবিধানমালায়।

বিশেষজ্ঞগণ এবং সর্বসাধারণের মতামত আহবান করে গত ২২ সেপ্টেম্বর খসড়াটি কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে এমএস ওয়ার্ড ও পিডিএফ আকারে মতামতের কপি কর্তৃপক্ষের নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

খসড়া প্রবিধানমালায় বলা হয়েছে, প্রতি ত্রৈমাসিক হিসাব সমান্ত হওয়ার পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে, সময়ে সময়ে নির্ধারিত ছকে, বীমাকারী কর্তৃপক্ষের নিকট নিম্নবর্ণিত তথ্য সরবরাহ ও নিজস্ব ওয়েবসাইটে আপলোড করবে:

লাইফ বীমাকারীর বীমা দাবি (মেয়াদোত্তীর্ণ দাবি, মৃত্যুদাবি ও অন্যান্য দাবি) উত্থাপন, নিষ্পন্ন এবং অনিষ্পন্ন পরিসংখ্যান; নন-লাইফ বীমাকারীর বীমা দাবি [অগ্নি, নৌ (কার্গো), নৌ-হাল (জাহাজ কাঠামো), মোটর, ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন এবং বিবিধ] উত্থাপন, নিষ্পন্ন এবং অনিষ্পন্ন সংক্রান্ত পরিসংখ্যান;

বীমা জরিপকারীর শ্রেণী, বিভাগওয়ারী সংখ্যা, জরিপকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ, জরিপকারীর বাৎসরিক আয় ইত্যাদির তথ্য; বীমাকারীর প্রিমিয়াম আয়, প্রকৃত ব্যবস্থাপনা ব্যয় এবং অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের তুলনামূলক চিত্র;

বীমাকারীর ইস্যুকৃত পলিসির সংখ্যা শ্রেণীভিত্তিক (গ্রামীণ ও সামাজিক খাতসহ) পৃথকভাবে উপস্থাপিত তথ্য; লাইফ বীমাকারীর তামাদি পলিসি (তামাদির হার, তামাদি পলিসির সংখ্যা ও তামাদি হওয়ার কারণসহ) সংক্রান্ত তথ্য;

লাইফ বীমাকারীর তামাদি পলিসির পুনর্বহাল সংক্রান্ত তথ্য; বীমাকারীর শাখা ও কার্যালয়ের পরিসংখ্যান; বীমাকারীর এজেন্ট এবং এজেন্ট নিয়োগকারী (লাইফ) এর পরিসংখ্যান; বীমাকারী কর্তৃক পলিসি দলিলে বীমা অংকের উপর স্ট্যাম্প আইন, ১৮৯৯ মোতাবেক ব্যবহৃত বীমা স্ট্যাম্পের পরিসংখ্যান;

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এবং মূল্য সংযোজন কর (মুসক) আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক বীমাকারীর কমিশন, পারিশ্রমিক এবং বেতনসহ অন্যান্য খাত হইতে কর্তনকৃত উৎসকর এবং মুসকের পরিসংখ্যান; উদ্যেক্তা শেয়ার হোল্ডার বা পরিচালকদের শেয়ার ধারণের পরিসংখ্যান;

নন-লাইফ বীমাকারীর শ্রেণী মোতাবেক ইস্যুকৃত পলিসির পরিসংখ্যান; উপরোল্লিখিত পরিসংখ্যান ব্যতিত প্রয়োজনে কর্তৃপক্ষ কর্তৃক চাহিত অন্য কোন তথ্য বা পরিসংখ্যান।  কর্তৃপক্ষ ব্রোকার, সার্ভেয়ার, নিরীক্ষক বা বীমা সংশ্লিষ্ট যেকোন প্রতিষ্ঠানের নিকট হইতে বীমা ব্যবসায়ের পরিসংখ্যান বা তথ্য সংগ্রহ করিতে পারিবে।

খসড়া প্রবিধানমালায় আরো বলা হয়েছে, বীমাকারী, ব্রোকার, সার্ভেয়ার, নিরীক্ষক এবং বীমা সংশ্লিষ্ট যেকোন প্রতিষ্ঠানের নিকট থেকে সংগৃহীত পরিসংখ্যানভিত্তিক তথ্য কর্তৃপক্ষ যাচাই-বাছাই, বিশ্লেষণ, গবেষণা, বীমা শিল্পের অবস্থা নিরুপণসহ প্রয়োজনে প্রকাশ করিতে পারিবে।

তথ্য না দিলে বা গড়মিল তথ্য প্রদানের বিষয়ে খসড়া প্রবিধানে বলা হয়েছে, সংগৃহীত তথ্যে কোন অসংগতি বা গড়মিল পরিলক্ষিত হলে বা এই প্রবিধানমালার বিধান লঙ্ঘন করলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।