3672

03/28/2024

মৌলভীবাজারে ন্যাশনাল লাইফের ২ কোটি ৭৫ লাখ টাকা বীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার অঞ্চলের গ্রাহকদের ২ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। একইসঙ্গে কর্মকর্তা ও কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) মৌলভীবাজার মিলনায়তনে আয়োজিত এ অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

ন্যাশনাল লাইফের মৌলভীবাজার এরিয়া প্রধান মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাপন ও একচ্যুয়ারি বিভাগের প্রধান ইভিপি মো. এনামুল হক, প্রশিক্ষণ বিভাগের প্রধান এভিপি মো. মাহবুব নুরুজ্জামান লিটন, সিলেট এরিয়া প্রধান মো. জাফর আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রাহকদের মাঝে চেক বিতরণ করেন। পরে তিনি বীমা পলিসি বিপণন বিষয়ে মাঠ উন্নয়ন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ পর্বে ইভিপি মো. এনামুল, এভিপি মো. মাহবুব নুরুজ্জামান লিটন ও অফিসার মো. নিজাম উদ্দিন প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যাশনাল লাইফ এ তথ্য জানিয়েছে।