3830

04/19/2024

বীমা কোম্পানিগুলোর অফিসে আলোক সজ্জা করার নির্দেশ আইডিআরএ’র

প্রকাশ: ৮ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বীমা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ লক্ষ্যে বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আলোক সজ্জা, পোস্টারিং ও ফেস্টুন করা নির্দেশনা দিয়েছে আইডিআরএ।

গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক ও বীমা মেলা ২০২২ এর আয়োজক কমিটি সদস্য সচিব মো. শাহ্ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেন আইডিআরএ।

চিঠিতে বলা হয়, ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) বীমা মেলা ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বীমা মেলা শতভাগ সফল করার জন্য ১৩ জানুয়ারি সন্ধ্যা থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সকল লাইফ, নন লাইফ বীমা কোম্পানি ও করপোরেশনের প্রধান কার্যালয়সহ বরিশাল বিভাগীয় শহরে অবস্থিত শাখাসমূহ ও শাখা অফিসসমূহের সামনে রাস্তার পাশে আলোক-সজ্জা, পোস্টারিং ও ফেস্টুনিং করা নির্দেশ দেয়া হয়।

চিঠিতে আরো বলা হয়, বীমা মেলা ২০২২ এর স্টল পুরস্কার প্রদানের ক্ষেত্রে এইসব কার্যক্রম বিবেচনায় নিবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।