3836

04/18/2024

ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগকে অবৈধ বলে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। আজ আপিল বিভাগ এ রায় দেন। আইনজীবী শাহানার বেগম এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৬ জানুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগকে অবৈধ বলে রায় দেন উচ্চ আদালত। বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

নানা অনিয়মের অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি বীমা খাতের অন্যতম প্রধান এ কোম্পানির তৎকালিন পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করে প্রশাসক নিয়োগ দিয়েছিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ'র ওই আদেশকে চ্যালেঞ্জ করে ডেল্টা লাইফের স্থগিত করা পর্ষদ হাইকোর্টে রিট করেন। রিটে প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণার আবেদন করা হয়েছিল।