3906

04/20/2024

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৮ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরীয়াহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামটরস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এই সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির শুরু থেকে আজ অবধি সকল কার্যক্রম ইসলামী শরীয়াহ সম্মত উপায়ে পরিচালিত হওয়ায় শরীয়াহ কাউন্সিলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং ২০২২ সালের ব্যবসা বর্ষে কোম্পনির সার্বিক উন্নয়ন কামনায় দোয়া করেন।

শরীয়াহ কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন, শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, যিনি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অফ বাংলাদেশের চেয়ারম্যান।

ভাইস চেয়ারম্যান, মুফতি মাওলানা মীজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, জাতীয় মসজিদ বায়তুল মুকাররম; সদস্য সচিব অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, সেক্রেটারি জেনারেল, সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অফ বাংলাদেশ, প্রতিষ্ঠাতা, ড. শায়েখ রেদওয়ান আল মাদানী কমপ্লেক্স, বাউফল, পটুয়াখালী।

সদস্য, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন খান, খতিব, মসজিদে গাউসুল আযম, মহাখালী, ঢাকা; সদস্য, ড. মো. আতাউর রহমান মিয়াজী, প্রফেসর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ঢাকা বিশ্ববিদ্যালয়; সদস্য, প্রফেসর ড. আ. ক. ম. আব্দুল কাদের, প্রফেসর, আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সদস্য, মাওলানা এম শামাউন আলী মাদানী, ভাইস চেয়ারম্যান, সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশ; সদস্য, মুফতি মাওলানা মো. সাইফুল কাবির, পেশ ইমাম ও খতীব, বঙ্গভবন জামে মসজিদ, রাষ্ট্রপতির কার্যালয়, ঢাকা।

ভার্চুয়ালি ইটালির রাজধানী রোম থেকে যুক্ত ছিলেন শরীয়াহ কাউন্সিলের সদস্য, মুফতি ওয়ালি উল্লাহ খান ইদ্রিস, খতিব, মসজিদ-ই-মক্কী, রোম, ইতালি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- উলামা কাউন্সিল অফ ইতালি।

সদস্য, কিবরিয়া গোলাম মোহামাদ, চেয়ারম্যান, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সদস্য, মো. শাহ্‌ জামাল হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।