4037

04/19/2024

রোজায় বীমা অফিস চলবে সাড়ে ৯টা থেকে ৪টা

প্রকাশ: ২ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক:  পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বীমা অফিসেরও সময়-সূচি নির্ধারণ করা হয়েছে। বীমা অফিসগুলো চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক মো. শাহ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে বীমা কোম্পানিগুলোকে এ তথ্য জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ ।

চিঠিতে আরো বলা হয়েছে, পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচির ক্ষেত্রে রমজানের পূর্বাবস্থা বলবৎ হবে। রমজান মাসে বর্ণিত অফিস সময়-সূচি যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান কার হলো।