4124

04/18/2024

বীমা খাত সঠিক পথে পরিচালনা প্রসঙ্গে

প্রকাশ: ২৪ মে ২০২২

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: যেকোন ভালো কাজ সম্পাদন করতে প্রয়োজন- সৎ ও আন্তরিক ইচ্ছা। বীমা খাত এর ব্যতিক্রম নয়।

নিঃসন্দেহে গত পাঁচ দশকে বীমা খাতের বেশ কিছু পরিবর্তন এসেছে। তবে সময়ের তুলনায় সেটা কি যথেষ্ট? এটা অবশ্যই বিতর্কের বিষয়বস্তু।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের এই বিষয়টি নিয়ে বিশদভাবে চিন্তাভাবনা করার অবকাশ রয়েছে।

এ কথা অনস্বীকার্য যে, বীমা খাতে ব্যাপক পরিবর্তন ও সংস্কারের প্রয়োজন রয়েছে।

বীমা বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে বীমা খাত অবহেলিত এবং উপেক্ষিত।

সময় একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়। তাই সময়ের গুরুত্বের কথা চিন্তা করে বীমা খাতে প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করতে হবে।

এ ব্যাপারে সার্কভুক্ত দেশসমূহের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি।

বহুপ্রতীক্ষিত পরিবর্তন বা সংস্কার ব্যতীত বীমা খাতের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।