4189

04/20/2024

আইডিআরএ’র চেয়ারম্যানের পদত্যাগ প্রসঙ্গে

প্রকাশ: ১৮ জুন ২০২২

 কে এম এহসানুল হক, এফসিআইআই: সামগ্রিক চাপের মুখে আইডিআরএ’র চেয়ারম্যানের পদত্যাগ খানিকটা হলেও বীমা খাতে স্বস্তির নিশ্বাস এনেছে।

ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে নানা রকম দুর্নীতি এবং অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে যা বীমাখাতকে কলঙ্কিত করেছে।

অতীতেও আইডিআরএ’র অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে কিন্তু কোন অজানা বা রহস্যজনক কারণে দুর্নীতি করে তারা পার পেয়ে গেছে।

বীমাখাতে দুর্নীতি পরায়ন বিদ্যমান রাঘব বোয়লদের বিরুদ্ধে সরকার কঠিন পদক্ষেপ গ্রহণ করবে এবং বীমাখাতের মত একটি গুরুত্বপূর্ণ আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত করতে এগিয়ে আসবে এটাই সকলের প্রত্যাশা।

এই ঘটনার মধ্য দিয়ে বীমাখাতে শুদ্ধি অভিযানের যে সূচনা ঘটলো আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এ কথা মনে রাখা প্রয়োজন যে যোগ্য, সৎ এবং শক্তিশালী নেতৃত্ব ছাড়া বীমা খাতের উন্নয়ন সম্ভব নয়।