4206

04/16/2024

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১২% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশ: ২১ জুন ২০২২

সংবাদ বিজ্ঞপ্তি: কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নগদ ১২ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছে। সোমবার (২০ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির ২২তম বার্ষিক সাধারণ সভায় এই নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারের অংশগ্রহণে ২০২১ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

এছাড়াও সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক পর্ষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় বিনিয়োগকারীগণ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব বিবরণীর উপর মন্তব্যের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক।